আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই মনে
করেন নারীরা কেবল সুন্দর, সুদর্শন, লম্বা,
বিশাল অবয়বের দে এবং কাড়ি কাড়ি টাকা
আছে এমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে
পছন্দ করেন।
কিন্তু বর্তমান যুগের নারীরা জীবনসঙ্গী হিসেবে
পুরুষের শারীরিক সৌন্দর্যের চাইতে পুরুষের
গুনাবলীকে প্রাধান্য দেন বেশি। হাসিখুশি
ও প্রাণখোলা মানুষকে সবাই পছন্দ করেন।
আর যদি হয় জীবনসঙ্গী তাহলেতো কথাই
নেই। জীবনসঙ্গী হিসেবে হাসিখুশি পুরুষকে
নারীরা আশা করেন।এছাড়া যত্নশীল এবং
দায়িত্বশীল পুরুষ নারীর কাম্য। সৃজনশীল
কাজের সঙ্গে যুক্ত এমন পুরুষও নারীর পছন্দের
তালিকায় এগিয়ে।
কবিতা আবৃত্তি করতে পারেন, গীটার বাজাতে
পারেন, গান গাইতে পারেন অর্থাৎ গতানুগতিক
কাজের বাইরে সৃজনশীল কাজ করতে পারেন
এমন পুরুষকে নারীরা পছন্দ করেন।
সামাজিক যেকোন অনুষ্ঠানে যোগদানে আগ্রহী
এবং সুন্দরভাবে গুছিয়ে সবার সঙ্গে কথা বলতে
পারেন, কথোপকথনে কোনো জড়তা নেই। এমন
বাচনভঙ্গির পুরুষ নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আমাদের দেশের অধিকাংশ নারী বাড়ির বাইরে
নিরাপত্তাহীনতা ভোগে। নারীকে এমন অজানা
আশঙ্কা থেকে সুরক্ষা দিতে পারবে এবং সব
সময় নিরাপদে রাখতে পারবে,আত্মবিশ্বাসের
সঙ্গে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পারবে
এমন সাহসী পুরুষকে নারীরা জীবনসঙ্গী হিসেবে
চায়।
বন্ধু-বান্ধবীহীন পুরুষকে নারীরা মোটেও পছন্দ
করেন না। যে পুরুষ নিজের বন্ধুদের সঙ্গে প্রানোচ্ছল
ভাবে মিশতে পারে এবং জীবনসঙ্গীর বন্ধুদের সঙ্গে
মিশতে কার্পণ্য করেন না। গম্ভীর পুরুষকে নারীরা
জীবন সঙ্গী হিসেবে পেতে চান।
অস্থির প্রকৃতির পুরুষের সঙ্গে ক্ষণিকের সম্পর্ক
করলেও জীবনসঙ্গী হিসেবে কখনোই চান না
এমন পুরুষকে।
করেন নারীরা কেবল সুন্দর, সুদর্শন, লম্বা,
বিশাল অবয়বের দে এবং কাড়ি কাড়ি টাকা
আছে এমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে
পছন্দ করেন।
কিন্তু বর্তমান যুগের নারীরা জীবনসঙ্গী হিসেবে
পুরুষের শারীরিক সৌন্দর্যের চাইতে পুরুষের
গুনাবলীকে প্রাধান্য দেন বেশি। হাসিখুশি
ও প্রাণখোলা মানুষকে সবাই পছন্দ করেন।
আর যদি হয় জীবনসঙ্গী তাহলেতো কথাই
নেই। জীবনসঙ্গী হিসেবে হাসিখুশি পুরুষকে
নারীরা আশা করেন।এছাড়া যত্নশীল এবং
দায়িত্বশীল পুরুষ নারীর কাম্য। সৃজনশীল
কাজের সঙ্গে যুক্ত এমন পুরুষও নারীর পছন্দের
তালিকায় এগিয়ে।
কবিতা আবৃত্তি করতে পারেন, গীটার বাজাতে
পারেন, গান গাইতে পারেন অর্থাৎ গতানুগতিক
কাজের বাইরে সৃজনশীল কাজ করতে পারেন
এমন পুরুষকে নারীরা পছন্দ করেন।
সামাজিক যেকোন অনুষ্ঠানে যোগদানে আগ্রহী
এবং সুন্দরভাবে গুছিয়ে সবার সঙ্গে কথা বলতে
পারেন, কথোপকথনে কোনো জড়তা নেই। এমন
বাচনভঙ্গির পুরুষ নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আমাদের দেশের অধিকাংশ নারী বাড়ির বাইরে
নিরাপত্তাহীনতা ভোগে। নারীকে এমন অজানা
আশঙ্কা থেকে সুরক্ষা দিতে পারবে এবং সব
সময় নিরাপদে রাখতে পারবে,আত্মবিশ্বাসের
সঙ্গে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পারবে
এমন সাহসী পুরুষকে নারীরা জীবনসঙ্গী হিসেবে
চায়।
বন্ধু-বান্ধবীহীন পুরুষকে নারীরা মোটেও পছন্দ
করেন না। যে পুরুষ নিজের বন্ধুদের সঙ্গে প্রানোচ্ছল
ভাবে মিশতে পারে এবং জীবনসঙ্গীর বন্ধুদের সঙ্গে
মিশতে কার্পণ্য করেন না। গম্ভীর পুরুষকে নারীরা
জীবন সঙ্গী হিসেবে পেতে চান।
অস্থির প্রকৃতির পুরুষের সঙ্গে ক্ষণিকের সম্পর্ক
করলেও জীবনসঙ্গী হিসেবে কখনোই চান না
এমন পুরুষকে।