Ridoy

কোন ধরনের মানুষ আপনার বন্ধু হবার যোগ্য নন !

বন্ধু মানে হাই-হ্যালো, ইয়েস-নো নয়। বন্ধু মানে এমন একজন যার সাথে জীবনের অনেকটা অংশ শেয়ার করা যায়, বিশেষ করে নিজের কষ্ট ও খারাপ লাগাগুলো। আর ঠিক এই কারণেই যে কাউকে বন্ধু বানিয়ে নিজের জীবনে স্থান দেয়া যায় না। তাই বন্ধুত্ব করার ক্ষেত্রে কিছু বিষয় পরখ করে নেয়াটা খুব জরুরী।

১. প্রথমত দেখুন মানুষটি ব্যক্তি হিসেবে কেমন, তার ব্যক্তিত্ব কেমন। যদি দেখতে পান যেতার ব্যক্তিত্ব সুন্দর নয় কিংবা অভিনয় দিয়ে ভরা, তাহলে বুঝবেন এমন মানুষের সাথে কখনই সত্যিকারের বন্ধুত্ব হবে না।

২. মানুষটির আচার আচরণ যদি আপনার পছন্দমত না হয় বা সমর্থন করতে না পারেন, তাহলেও বন্ধুত্বকরবেন না।

৩. সত্যিকারের শিক্ষা অর্থাৎ সামগ্রিকভাবে তার রুচি, অভিলাষ ইত্যাদি যদি সুরুচিপূর্ণ না হয় তাহলেও সেই ব্যক্তিটি আপনার বন্ধু হবার যোগ্য নয়।

৪. লোভ মানুষকে যেকোনো পাপ কাজ করতে সহায়তা করে। তাই যদি দেখতে পান মানুষটির ভেতরে এই খারাপ দোষটি আছে তাহলে ধরেই নেবেন এই মানুষটিও আপনার বন্ধু হবার যোগ্য নন।

৫. দুশ্চরিত্রের মানুষকে তো কখনই সুযোগ দেয়াউচিত না আপনার সংস্পর্শে আসার। কেননা এরা মুখোশধারী মানুষ। যেকোনো মুহূর্তে আপনার ক্ষতি করে ফেলতে পারে। তাই এদেরও এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ।

৬. দুমুখো সাপের মত মানুষ কখনই ভালো স্বভাবের হয়ে থাকে না। তাই এদেরকেও আপনার বন্ধু তালিকায় স্থান একেবারেই দেবেন না।

৭. প্রকৃত বন্ধু কখনই ক্ষতিকর হয় না। তাই এমনধরনের মানুষকে বন্ধু বানানো উচিত না যারা সমাজের ক্ষতির কারণ হতে পারে। কেননা যেকোনো মুহূর্তে আপনারও বড় ধরনের ক্ষতি করতে পারে এরা। সুতরাং এই স্বভাবের মানুষটিও আপনার বন্ধু হবার যোগ্য না।