Ridoy

৯০ দশকের তুলনায় দম্পতিরা এখন শারীরিকভাবে কম মিলিত হন

যৌনতার জন্য টাকা খরচ করতে নিঃসঙ্গ বুড়োদের চেয়ে পেশাজীবী তরুণরাই এগিয়ে। ব্রিটিশ নাগরিকদের যৌন আচরণের উপর চালানো এক জরিপের তথ্য মতে, প্রতি দশজনের মধ্যে একজন যৌনতার জন্য টাকা খরচ করেন। যৌনতার পেছনে ব্যয়কারী ১১ শতাংশ ব্রিটিশের মধ্যে অধিকাংশই ব্যাংকক ও আমস্টারডামের মতো যৌন পর্যটনের জন্য পরিচিত স্থানগুলোতে ভ্রমণ যায়।

সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন নামের সাময়িকীতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, যৌনতার পেছনে ব্যয় করার সঙ্গে অতিরিক্ত মদ্যপান ও মাদক ব্যবহারের মতো অন্যান্য ‘আনন্দলিপ্সু ও ঝুঁকিপূর্ণ আচরণের’ সম্পর্ক আছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি দল যৌন আচরণ ও জীবনযাপনের ধারার ওপর তৃতীয় জাতীয় জরিপে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব উপাত্ত তুলেধরেছে। তাদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ১৯৯০ দশকের তুলনায় দম্পতিরা এখন শারীরিকভাবে কম মিলিত হন। নারীদের ক্ষেত্রে যৌনতার পেছনে ব্যয় করার হার খুব কম। মাত্র শূন্য দশমিক এক শতাংশ।