Ridoy

কাছের বন্ধুটির বিয়ের পর যেসব বিচিত্র ঝামেলায় পড়তে পারেন আপনি!

বন্ধু ছাড়া আসলে আমাদের জীবনটা একেবারেই পানসে হয়ে যেতো। আমাদের জীবনটাকে রঙিন ও সুন্দর করে তোলার পেছনে বন্ধু বান্ধবের বেশ বড় হাত রয়েছে। বন্ধুত্বের সম্পর্কটি এমন যে, আপনি বিনা দ্বিধায় সব কিছু বলে ফেলতে পারেন। মনের দুঃখ, সুখ সব কিছু শেয়ার করার জন্য একজন ভালো বন্ধুর উপস্থিতি সকলের জীবনে প্রয়োজন।

কিন্তু বন্ধুত্বের সম্পর্ক একটু ফিকে হয়ে আসে যখন বন্ধুটির বিয়ে হয়ে যায়। সত্যি বলতে কি, বন্ধুর ওপরে একটু বেশি দায়িত্ব এসে পড়ে বলেই বন্ধুত্বের সম্পর্কের গভীরতা একটু কমেই আসে। কিন্তু সেই সাথে ভালো বন্ধুটির বিয়ে হয়ে গেলে অন্যান্য অনেক বন্ধু বান্ধবের বেশ ভালো রকমের ঝামেলা পোহাতে হয়। এমনকি ব্যক্তিগত জীবনেও ভালোই যন্ত্রণা হয়। জানতে চান সেই ঝামেলা কী ধরণের?


অভিভাবকের হুট করেই মনে হবে আপনারও বিয়ের বয়স হয়েছে
আপনি অভিভাবকের সামনে দিয়ে দিনে পঞ্চাশবার হেঁটে গেলেও আপনার অভিভাবকের কাছে আপনি ছোটই থাকবেন। কিন্তু আপনার বন্ধুটি যদি বিয়ে করে সংসার পেতে বসেন তবে আপনার অভিভাবকের কাছে হুট করেই আপনাকে একজন পূর্ণবয়স্ক মানুষ মনে হবে। তখন তারা আপনার বিয়ের জন্য পাত্র/পাত্রী খোঁজা শুরু করে দেবেন। এই ব্যাপারটি ছেলেদের চাইতে মেয়েদের বেলায় বেশি ঘটে থাকে।

বিবাহিত বন্ধু সব সময় আপনাকে বিয়ে করার কথা বলতে থাকবেন
একটি গল্পেই রয়েছে ‘লেজ কাটা শেয়াল, বাকি শেয়ালদের লেজ কাটাতে চায়’। যে বন্ধুটি বিয়ে করে ফেলেছেন তিনি বেশ ভালো করেই বুঝছেন তিনি কোন পরিস্থিতিতে রয়েছেন। কিন্তু তারপরও তিনি চাইবেন তার মতো কাজ আপনারাও করুন।

বিবাহিত বন্ধুকে একলা খুবই কম পাওয়া যাবে
বন্ধুরা মিলে আড্ডা দেবেন কিংবা ঘুরে আসবেন দূরে থেকে ? কিন্তু বিবাহিত বন্ধুর ক্ষেত্রে তা একেবারেই সম্ভব নয়। তিনি হয়তো আসবেন আড্ডায় কিংবা আপনাদের সাথে ঘুরতে যাবেন, কিন্তু তার সাথে অবশ্যই লেজের মতো করে নিজের সঙ্গী/সঙ্গিনীকে সাথে দেখতে পাবেন।

আত্মীয় স্বজন আপনার বিয়ের ব্যাপারে উঠেপড়ে লেগে যাবেন
আপনার আত্মীয়স্বজন ও পরিচিত মানুষের মুখে আপনার জন্য একটি কথাই থাকবে ‘বন্ধু তো বিয়ে করে ফেললো, তুমি করছ না কেন?’ এবং সুযোগ পেলে আপনার সামনে হাজির করবেন বিভিন্ন জনের বায়োডাটা যার হাত থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন।


আগের মতো ডাকলেই পাওয়া যাবে না বিবাহিত বন্ধুকে
হুটহাট প্ল্যান করা কিংবা রাতে বাইরে ঘুরে বেড়ানো বন্ধুদের সার্কেল একেবারেই ভেঙে যায় বন্ধুর বিয়ের পড়ে। কারণ তখন আপনার বিবাহিত বন্ধুর বাইরে বেরুনো থাকে সম্পূর্ণই তার সঙ্গীর অনুমতি নির্ভর। তাই হুটহাট প্ল্যান করা সম্ভব হয় না। হলেও বিবাহিত বন্ধুটিকে বাদই দিতে হয়।

বিবাহিত বন্ধুগণ আপনি সিঙ্গেল থাকলে আপনার সম্পর্ক করিয়ে দিতে চাইবেন
বিবাহিত বন্ধু আপনাকে যদি লাজুক স্বরে নিজের কোনো বন্ধু বা আত্মীয় অথবা পরিচিত মানুষের সাথে পরিচয় করিয়ে দেন তাহলে বুঝে যাবেন আপনার বন্ধুটির মনে আপনার একা থাকা সম্পর্কে ঈর্ষার জন্ম হয়েছে। এবং তিনি চান আপনি কোনো সম্পর্কে জড়ান।