Ridoy

পুরুষের যে গুণগুলো বিবেচনা করে নারীরা

সব নারীরই কাম্য মনের মতো পুরুষ। ‘মনের মতো’ বিষয়টা অস্পষ্ট হলেও এর দ্বারা আকর্ষণ করার মতো কিছু গুণও বুঝায়। তাহলে এখন খুঁজতে হবে একজন পুরুষের মধ্যে এমন কী আছে যা নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে? পুরুষের মধ্যে একজন নারী সর্বাগ্রে কী খোঁজেন? এমন প্রশ্ন নিশ্চয়ই ‍পুরুষদেরও জাগে! আর একই সঙ্গে আকর্ষণের ধরন থেকে নারীটি সম্পর্কেও একটা ধারণা করা যেতে পারে!

এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনেকের সঙ্গে শামিল হয়েছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। গবেষণায় তারা নিশ্চিত করেন, নারীদের আকর্ষণের রহস্য লুকিয়ে রয়েছে পুরুষের কণ্ঠস্বরের মধ্যে। তাদের দাবি, কেবল কণ্ঠ শুনেই যে কোনো পুরুষের চেহারা কল্পনা করে নেন নারীরা।

বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, কণ্ঠস্বর মনে গভীর রেখাপাত করে। আওয়াজ শুনেই একজন নারী অচেনা পুরুষটির শারীরিক গঠন, উচ্চতা, সেন্স অব হিউমার- এ সব আন্দাজের চেষ্টা করেন। এমনকি টেলিফোনের উল্টোদিকের মানুষটি কতটা ফ্যাশনেবল তাও আঁচ করার চেষ্টা করেন।

এখন নিশ্চয় নারীদের অনুধাবন ক্ষমতা সম্পর্কে আপনার আস্থা জাগছে! দেখতেই পাচ্ছেন কীভাবে কণ্ঠস্বরের রেশ ধরে পুরো মানুষটাকে কল্পনা করে নিচ্ছেন। গবেষকদের ব্যাখ্যা শব্দের স্পন্দন ও কণ্ঠের ওঠানামাই নাকি আসল বিষয়। ভাষা, শব্দ ও বাক্য এ সব বিষয় এ ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ নয়। এবার বুঝি যতটা ভাবছেন বিষয়টা তার চেয়েও সুক্ষ্ম!

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের এ গবেষণায় আরও বলা হয়েছে, পুরুষদের কণ্ঠ ভারী এবং নারীদের ‘হাই পিচড’ হলে সকলে তাকে আকর্ষণীয় মনে করে। এমন কণ্ঠের শ্রোতা তখন বক্তার শারীরিক গঠন কল্পনা করে নেয় মনে মনে। শুধু তত্ত্ব নয়, গবেষকরা হাতেনাতে পরীক্ষা করে নিজেদের দাবির প্রমাণ পেয়েছেন। ১০ জন নারীকে ধারণ করা পুরুষ কণ্ঠ শোনানো হয়েছিল। পুরুষ কণ্ঠটি শুনে মহিলাদের বক্তব্য রেকর্ড করা হয়।

দেখা যায়, প্রত্যেকেই গলার আওয়াজ শুনে পুরুষটির শারীরিক গঠন, যৌন আবেদন, এমনকি মুখের গড়নও আঁচ করার চেষ্টা করেছেন। মহিলাদের উত্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও কিছু প্রবণতা লক্ষ্য করেছেন। যেমন, পুরুষ কণ্ঠ ভারী হলে ও কম কাঁপলে নারীরা তা বেশি পছন্দ করে। তাহলে পুরুষদের জন্য কণ্ঠ ভারী করা ও না কাঁপার কোচিং খোলা যেতে পারে। কী বলেন পুরুষরা!