Ridoy

ভালোবাসায় যে ৫টি চরম সত্য পুরুষ কখনোই বলতে চায় না

আপনার সঙ্গীটির সাথে সবকিছু ভাগাভাগি করে নেন আপনি? ঘর, বিছানা, মন এবং সব অনুভূতিও? করবেনই বা না কেন! সেও নিশ্চয়ই তার সব অনুভূতিই শেয়ার করে নেয় আপনার সাথে? কিন্তু আপনার এই ধারণাটি একদমই ভুল! জেনে হোক বা না জেনে, পুরুষদের কিছু অনুভূতি তারা কখনোই প্রকাশ করেনা। চেপে রাখে সবার কাছ থেকে। এমনকি নিজের সবচাইতে প্রিয় মানুষটির কাছ থেকেও।

১. আমার বন্ধুদের থেকে একটু দূরে থাকো-
মানুষ স্বভাবতই চায় সঙ্গী বা সঙ্গিনী তার বন্ধুদের সাথে মিশে যাবে, তাদেরকে নিজের বন্ধু ভেবে নেবে। পুরুষেরাও চান তাদের সঙ্গিনী যেন তার বন্ধুদের সাথে সহজ হয়। কিন্তু এটা সে পর্যন্তই। অনেক সময় প্রেমিকের বন্ধুরাও বেশ ভালো বন্ধু হয়ে ওঠে প্রেমিকার। বিশেষ করে ছেলে বন্ধুরা। আর সেক্ষেত্রেই প্রেমিকের মনে খানিকটা কষ্ট, ভয় আর আশঙ্কা চেপে বসে। তবে সেটা কিন্তু কখনোই মুখ ফুটে বলেননা তারা।

২. অন্যের প্রশংসা ভালো লাগে না তোমার মুখে-
তা সে সালমান খানই হোক অথবা ব্র্যাড পিট, নিজের ভালোবাসার মানুষটির মুখে অন্য পুরুষের প্রশংসা শুনতে অস্বস্তিবোধ করেন পুরুষেরা। তবে সেটা কখনোই প্রকাশ করেননা মুখে। বরং নিজের মন খারাপ ভাব ঢাকতে অনেক সময় সাহায্য নেন অন্য কোন নারী অভিনেত্রীর। তাদের প্রশংসা করে খানিকটা সময়ের জন্যে হলেও থামিয়ে দিতে চান সঙ্গীকে।

৩. তোমাকে হারিয়ে ফেলব হয়তো-
সবসময়ই ধারণা করা হয় যে নারীরা ভয় করবেন ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার আর পুরুষ সঙ্গীটি থাকবেন পাথরের মতন শক্ত হয়ে। সামলাবেন প্রেমিকাকে। কিন্তু সত্যি বলতে কি, পুরুষেরাও প্রতিটি মুহূর্তে ভয় করেন নিজের ভালোবাসার মানুষটিকে তার চাইতেও ভালো কোন পুরুষের কাছে হারিয়ে ফেলার। মনে মনে ভাবেন- তোমাকে হারিয়ে ফেলব না তো! তুমি আমার চাইতে ভালো আর কাউকে খুঁজে নেবে না তো! এই কথাগুলো প্রায়ই ঘুরে বেড়ায় পুরুষের মনের এ কোণ সে কোণে। তবে খুব কম সময়েই সেটা বাইরে প্রকাশিত হয়।

৪. আমি কেবল শরীরের জন্যেই ভালোবাসিনা তোমাকে-
অনেক সময়ই ভাবা হয় পুরুষেরা নারীকে ভালোবাসেন বেশিরভাগটাই শরীরের জন্যে। আর সবকিছুর চাইতে শরীরের দিকেই মন বেশি থাকে তার। আর কাঁধে মাথা রাখা, হাত জড়িয়ে চুপ করে বসে থাকা- এগুলো কেবল মেয়েদের অধিকারে। কিন্তু না! হয়তো কেউ কেউ আছেন এমন। কিন্তু প্রায় সব পুরুষের মনেই লুকিয়ে থাকে ভালোবাসাপ্রবণ একটা মানুষ। যে কিনা ঠিক নারী সঙ্গীটির মতনই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে চায় ভালোবাসার মানুষটির কাঁধে মাথা রেখে। চায় কোন নির্জন স্থানে হাত ধরে বসে থাকতে। যদিও বেশীরভাগ ক্ষেত্রেই ইগোর কারণে সেটা বলেনা তারা।

৫. আমাকে আমার মতন থাকতে দাও-
দিনের বেশিরভাগ সময়টাই হয়তো পুরুষটি আপনাকে দেয়। কিন্তু এরপরেও তো তার কিছু নির্দিষ্ট সময় থাকা দরকার যেখানে সে তার বন্ধুদের সাথে নিজের মতন করে থাকবে। আর তাই এসময়েও যখন নারীরা হস্তক্ষেপ করতে শুরু করে