নারী কোন বয়সে কেমন পুরুষ চায়?

লাইফ ডেস্কঃ নারীর মন আর আকাশের রং নাকি ক্ষণে ক্ষণে পাল্টায়! একজন পুরুষের কাছে নারী কখন কী চান, তার উত্তর খুঁজে পাওয়া দুরূহ। তবে বয়সের সাথে সাথে নারীর চাওয়াতেও আসে ভিন্নতা। নারীর পছন্দ-অপছন্দের বিষয়ে অভিজ্ঞরা বলেন, পুরুষের কাছ থেকে নারীরা একেক বয়সে একেক রকম আচরণ পেতে চান। তাহলে আসুন জেনে নেয়া যাক নারী কোন বয়সে কেমন পুরুষ চান।

যখন বয়স ২০-২৯

এই বয়সী নারীর প্রথম চাওয়া তাকে সুদর্শন হতে হবে। শতভাগ মুগ্ধ শ্রোতা হতে হবে । ফ্যাশন সচেতন হওয়া খুবই জরুরি। রোমান্টিক হতেই হবে। শিল্পানুরাগী না হলেও ধারনা থাকতে হবে। সেন্স অব হিউমার থাকতে হবে প্রবল। আর্থিকভাবে সচ্চল পরিবারের ছেলে হতে হবে, যাতে বায়না করলেই তা হাজির হয়ে যাবে এক মুহুর্তে। রোমান্সের জন্য জিম করা ফিগার থাকা প্রয়োজন, সর্বোপরি হিরো হিরো ভাব থাকতে হবে।

যখন বয়স ৩০-৩৯

ভালো ব্যাংক ব্যালান্স থাকা জরুরী। কথা বলার থেকে শুনবে বেশি। অখাদ্য হলেও রান্না খেয়ে প্রশংসা করতে হবে। কাজের বাহানা দেওয়া চলবে না। ম্যানার জানতে হবে। জন্মদিন এবং অ্যানিভার্সারি ভোলা চলবে না।

যখন বয়স ৪০-৪৯

পরিষ্কার পরিছন্ন থাকতে হবে। টয়লেট সীট নামিয়ে আসতে হবে। অন্তত উইক-এন্ডে সেভ করতে হবে। সংসারের খরচের টাকাটা যেন ঠিকমত আয় করতে পারে। স্ত্রীর কথা শুনে সব সময় হাঁ সূচক মাথা নাড়তে হবে। এমন একটা শার্ট পরতে হবে যেটা ভুঁড়ি ঢেকে রাখবে।

যখন বয়স ৫০-৫৯

নাক ও কানের চুল নিয়মিত পরিস্কার করতে হবে। পরিস্কার মোজা ও আন্ডারওয়্যার পরতে হবে। মাঝে মধ্যে সেভ করা জরুরি। কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া চলবে না। নাক ডাকা চলবে না। বেশি বেশি ধার না করাই ভালো। সপ্তাহে একদিন বাইরে খাওয়ার মতো ইচ্ছে থাকতে হবে।

যখন বয়স ৬০-৬৯

ঘুমের সময় নাক ডাকার শব্দ একটু কম হতে হবে। হাসার সময় বুঝতে হবে কেন সে হাসছে। খাওয়া নিয়ে য্ন্ত্রনা করা চলবে না। টাকা-পয়সার চিন্তা বাদ দিয়ে বউয়ের ওপর ভার ছেড়ে দিতে হবে। ছোট বাচ্চাদের ভয়ের কারণ হওয়া চলবে না।

যখন বয়স ৭০-৭৯

শ্বাস নেওয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে। মরার আগে বেশী খরচ করে যাওয়া চলবে না । মরার আগেই সব সম্পত্তি চুলচেরা হিসাব করে ভাগ করে দিতে হবে।

Labels:



comment closed

Blogger দ্বারা পরিচালিত.