অনেকের ক্ষেত্রেই খুব অদ্ভুত একটি ব্যাপার ঘটে থাকে। আর তা হলো বারবার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া। দেখা গেলো একটি ব্রেকআপের ধাক্কা সামলে উঠে নতুন একটি সম্পর্কে জড়াতে না জড়াতেই সেই সম্পর্কটিও ভেঙে যায় কিছুদিনের মধ্যেই। তখন মানসিক অবস্থা আরও করুণ হয়ে পড়ে। হতাশা আরও বেশি ঘিরে ধরে। কিন্তু ভেবে দেখেছেন কি, কেন আপনার সাথে এমনটি হচ্ছে? কেন বারবার ভেঙে যাচ্ছে আপনার স্বপ্ন?
১) সঠিকভাবে ভালোবাসা প্রকাশ না করতে পারা আপনি যদি কাউকে অনেক বেশি ভালোবেসেই থাকেন, তবে দ্বিধা মনে না রেখে তা প্রকাশ করে দিন। আপনার সঙ্গীর কাছে আপনার ভালোবাসা প্রকাশে বাঁধা কোথায়? অনেকে মনে করেন সঙ্গী যদি বুঝে যায় আপনি তাকে অনেক ভালোবাসেন তবে তিনি আপনাকে অনেক কষ্ট দিতে পারবেন। এটি অনেকাংশে ভুল। যদি মানুষটি সঠিক হয়ে থাকে তাহলে তার কাছে ভালোবাসা প্রকাশ করাটাই ভালো। নতুবা তিনি ভুল বুঝে আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারেন। ২) ইগো ধরে থাকা আপনার যদি বারবার একইভাবে ব্রেকআপ হতে থাকে তাহলে অন্যের ভুল খুঁজতে না যেয়ে একটু দেখুন তো আপনার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা। আপনাদের কোনো কারণে মনোমালিন্য হলে যদি আপনি ইগো ধরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার সঙ্গী সবসময় আপনার অভিমান ভাঙাতে আসবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে ইগোটাকে একটু দুরেই রাখতে হয়। ৩) মোহকে ভালোবাসা ধরে নেয়া আপনি হয়তো মোহটাকে নিজের ভালোবাসা ধরে নিচ্ছেন। এবং যখন মোহটা কেটে যাচ্ছে তখনই হচ্ছে ব্রেকআপ। মনে রাখবেন মোহ কিন্তু ভালোবাসা নয়। ৪) নিজের ভালোবাসা প্রমাণের জন্য উঠেপড়ে লেগে যাওয়া নিজের প্রতিটি কোথায় এবং কাজে প্রমান করার প্রয়োজন নেই যে আপনি তাকে ভালোবাসেন। এতে করে হয়তো আপনার সঙ্গীর মনে বিরূপ ধারণা হতে পারে। কারণ ভালোবাসা অনুভব করার বিষয়, প্রমান করার কোনো বিষয় না। ৫) অনেক ভেবে চিন্তে সম্পর্কে যাওয়া আপনি যদি মনে করেন কিছু কিছু বৈশিষ্ট্য থাকলেই আপনি সম্পর্কে যাবেন তা না হলে সম্পর্ক রাখবেন না তাহলে তা সত্যিকার অর্থেই ভালোবাসা নয়। সেটি হবে শুধুমাত্র চুক্তি। হতে পারে একারণেই আপনার বারবার ব্রেকআপ হচ্ছে। ৬) নিজের একাকীত্ব পূরণের চেষ্টায় লেগে থাকা ভালোবাসার অর্থ এই নয় যে আপনি তাকে দিয়ে নিজের মনের কিছু অংশ পূরণ করে নেবেন, এবং একাকীত্ব দূর করতে পারবেন। এই ধারণা যদি থেকে থাকে তাহলে তা পূরণ না হলে আপনা আপনি সেই সম্পর্ক ভেঙে যায়। কোনো শর্তের বিনিময়ে ভালোবাসলে তা ভালোবাসা নয়। ৭) নিজের অনুযায়ী সঙ্গীকে পরিবর্তন করে নেয়ার চেষ্টা কারো সাথে সম্পর্কে জড়িয়ে তাকে পরিবর্তনের চেষ্টা করলেও কিন্তু আপনার ব্রেকআপ হতে পারে। কারণ যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা আপনার পছন্দ অনুযায়ী নিজেকে পরিবর্তন না করে আপনার সাথে সম্পর্কচ্ছেদ করাটাই বেছে নেবেন। ৮) ভালোবাসার পেছনে ছুটতে থাকা আপনি যদি ভালোবাসা পাওয়া জন্য অনেক বেশি চেষ্টা শুরু করে দেন তাহলে সঠিক মানুষটি খুঁজে না পাওয়া সম্ভাবনাই বেশি। এবং এই সময় আপনি অনেক বেশি মরিয়া হয়ে উঠেন বলেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পরবর্তীতে যখন বোঝা যায় এটি ভুল তখনই হয় ব্রেকআপ। তাই এতো বেশি মরিয়া হয়ে উঠবেন না যার কারণে পরে পস্তাতে হয়। |
Labels: যেসব কারণে বারবার ভেঙে যাচ্ছে আপনার প্রেমের সম্পর্কটি
comment closed