নারীদের মনে কি আছে সেটা যে রকম পুরুষরা জানতে বেশ আগ্রহী ঠিক সে রকমই পুরুষদের
মনের কড়া নাড়তেও আগ্রহ কমনয় মেয়েদের৷ কিন্তু অনেক পুরুষই তাদের মনের কথা মন
খুলে বলতে পারেন না মেয়েদের৷ কিছু কথা রাখতে চান তাদের মনের একদম গভীরে৷ তাই খুব
স্বভাবিক ভাবেই মনে প্রশ্ন আসে যে কি এমন বিষয়আছে যেগুলো তারা গোপন রাখতে চান?
আমরা নিয়ে এলাম তার কিছু সন্ধান৷
১) পুরুষরা কোনো বিষয়ের একেবারে খুঁটিনাটি সব ঘটনা শুনতে খুবই অপছন্দ করেন। শুধুমাত্র মূল কথাতেই তাদের আগ্রহ বেশি থাকে তাদের। অপ্রাসঙ্গিক কথাবার্তা একেবারেই পছন্দ করেন না তারা। কিন্তু সমস্যা হল, এই বিষয়টি নিয়ে তাদের নারী সঙ্গীকে বলতেও পারেন না তারা মুখ ফুটে। ২) খুব বেশি ভারি মেকআপে নিজের নারী সঙ্গীকে কখনোই পছন্দ করেন না কোন পুরুষই। তার সঙ্গে দেখা করতে যাবার জন্য অতিরিক্ত সাজের কোনও দরকার নেই৷ তাই পার্লারে গিয়ে অযথা টাকা নষ্ট করাও তারা বেশ অপছন্দ করেন। কিন্তু এই কথাটি কখনোই তাদের সঙ্গীকে বলে উঠতে পারেন না তারা। ৩) নারী সঙ্গীর উপর একটা বিশেষ কারণে প্রায়ই মনে মনে বেশ রেগে থাকেন পুরুষরা। আর তার কারণ হলো বন্ধুদের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়াটা। কিন্তু খুব বিরক্ত হলেও এই কথাটি কখনোই নারীটিকে মুখ ফুটে বলেন না তারা। ৪) স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গেলে কিংবা বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেলে পুরুষরা যতোই রাগ দেখাক না কেন মনে মনে কিন্তু বেশ খুশিই হয়ে যান। আর তারকারণ হল পুরুষরা একান্ত ব্যক্তিগত কিছু সময় উপভোগ করতে পারেন। যদিও এই ব্যাপারটি ভুলেও সঙ্গীকে বলেন না তারা। ৫) পুরুষরাও মাঝে মাঝে প্রশংসা পেতে চান মনে মনে। একটু সেজেগুজে আসার পর সঙ্গীর কাছ থেকে একটু প্রশংসা পাওয়ারআশা করেন তারা। কিন্তু প্রশংসা না পেলেও বিষয়টি কখনোই মুখ ফুটে প্রকাশ করেন না তারা। মনের দুঃখ মনেই রেখে দেন। ৬) রাস্তায় চলার সময়ে সুন্দর মেয়ে দেখলে পুরুষরা তাকাবেনই। এটা খুবই স্বাভাবিক কিন্তু সঙ্গীর সামনে একথা ভুলেও স্বীকার করেন না তারা। ৭) মাঝে মাঝে পুরানো প্রেমিকার সঙ্গেফেসবুকে টুকটাক কথা বলার কথা ভুলেও সঙ্গীকে বলেন না পুরুষরা। ৮) ফোন কিংবা পাসওয়ার্ড, দুটির একটিও নারী সঙ্গীকে দিতে পছন্দ করেন না পুরুষরা। আর সেটা নিয়ে তার সঙ্গীটি অতিরিক্ত আগ্রহ দেখালে তারা বেশ বিরক্ত হন৷ কিন্তু বিষয়টি কখনোই সঙ্গীকে মুখ ফুটে বলা হয় না তাদের। ৯) সঙ্গীর কোন উপহার পছন্দ হয়েছে আর কোনটা হয়নি সেটা পুরুষরা বেশ ভালো করেই বোঝেন। বিষয়টি নিয়ে মন খারাপ হলেও কখনোই কিছু বলেন না তারা |
Labels: যে বিষয়ে মেয়েদের সামনে মুখ খোলা উচিত নয়
comment closed