হঠাৎ করে কোন কিছুই ঠিক ভাবে হয় না কারন হঠাৎ পাওয়া
জিনিস গুলা খুব তাড়াতাড়ি শেষ হয় যায়।
উদাহরণ, ধরুন আপনি এক জন কে ভালবাসেন তাকে যদি হঠাৎ গিয়ে বলেন আমি তুমাকে ভালবাসি তাহলে ৯০% সিওর উত্তর না আসবে কারন সে আপনাকে ভালভাবে জানেনা। আবার ধরুন বললেন আর হয়ে গেল কিছু দিন পর দেখবেন সেটা হাড়িয়ে যাচ্ছে। কাউকে ভালবাসলে হঠাৎ তাকে জানাবেন না কিছু সময় নিন,এই সময়ের ভিতরে তার সম্পর্কে জানুন যেমন ১)প্রথমে জানতে হবে সে অন্য কাউকে ভালবাসে কিনা? ২)তার ভালবাসার প্রতি আগ্রহ আছে কিনা? ৩)সে কি পছন্দ করে আর কি অপছন্দ করে? উপরের বিষয় গুলা জানার পর, *তার সাথে বন্ধুক্ত করুন *আস্তে আস্তে তার বেষ্ট ফ্রেন্ড এ পরিণত হন তার সাথে সব কিছু শেয়ার করেন ঘুরতে যান বিভিন্ন কাজে হেল্প করুন এবং এক সময় সুঝোক বুঝে ভালবাসার কথা জানিয়ে দিন। এভাবে করলে হ্যাঁ আসার সম্ভবনা ৭০% বাকী ৩০% কয়েক দিন এর ভিতর হয়ে যাবে যদি সে বলে আমরা সুধু বন্ধু আর কিছু না তাহলে তাকে জোড় না করে কিছু দিন যোগাযোগ বন্ধ রাখুন দেখবেন আপনার অনুভব টা সে বুঝতে পারবে এবং ভালবাসা টা হয়ে যাবে... তবু ও যদি না হয় তাহলে বুঝবেন আপনি তার বেষ্ট ফ্রেন্ডই ঠিক ভাবে হতে পারেন নি..... |
Labels: কী ভাবে propose করলে উত্তর ১০০% হ্যাঁ আসবে
comment closed