লাজুক ছেলেদের প্রতি অধিকাংশ মেয়েরাই দুর্বলতা অনুভব করে! এটি কিন্তু এই লেখকের কথা না। এটি মনোবিজ্ঞানীরা অনেক গবেষণা হতে লব্ধ তথ্য-প্রমানের ভিত্তিতেই বলছেন। চলুন জেনে আসি, কেন মেয়েরা লাজুক ছেলেদের পছন্দ করে।
১। লাজুক ছেলেরা আধিপত্যবাদি হয় না- আমাদের সমাজ পুরুষ-শাসিত সমাজ। এই সমাজে নারীর প্রতি থাকে ঋণাত্মক দৃষ্টিভঙ্গি। পুরুষেরা প্রতিটি ক্ষেত্রে নারীদের উপর আধিপত্য বিস্তার করে থাকে। এমনকি ভালোবাসার সম্পর্কও এই আধিপত্য বিস্তারের আওতামুক্ত নয়। তবে, বিজ্ঞানীরা অনেক গবেষণায় দেখেছেন যে, লাজুক ছেলেদের মেয়েদের প্রতি আধিপত্য বিস্তারী মনোভাব কিছুটা কম থাকে। আর নারীরা অবচেতন মনেই লাজুক পুরুষদের এই দিকটিকে পছন্দ করে। ২। লাজুক পুরুষেরা কৃত্রিমতার আশ্রয় নেয় না- আত্মবিশ্বাসী পুরুষেরা সব কথাই অনেক জোর দিয়ে বলে। তাদের কথায় একধরনের আশ্বস্তবোধ কাজ করে। কিন্তু অনেক ক্ষেত্রেই আত্মবিশ্বাসী পুরুষেরা কৃত্রিমতার আশ্রয় নিয়ে থাকে। শুধুমাত্র কাউকে অভিভূত করার জন্যও অনেক ক্ষেত্রে তারা মিথ্যার আশ্রয় নিতেও পিছ পা হয় না। কিন্তু বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন, লাজুক ছেলেদের এই প্রবনতা অনেক কম। এই গুনটিও নারীদের মুগ্ধ করে। ৩। ভালো শ্রোতা- অতি আত্মবিশ্বাসী পুরুষেরা তাদের ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি ও আবেগের কথা যে গুরুত্ব দিয়ে বলে, সেই পরিমাণ গুরুত্ব সহকারে তাদের অনুভূতি ও আবেগের কথা শোনে না। তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক। কিন্তু লাজুক পুরুষেরা শুধু নিজের কথা বলাকেই মুখ্য গণ্য করে না, তাদের ভালোবাসার মানুষটির আবেগ অনুভূতিও তার কাছে সমগুরুত্ব পেয়ে থাকে। ৪। সম্পর্ক রক্ষাকারী- একটি গবেষণায় দেখা যায়, দুর্বল যোগাযোগ দক্ষতার কারনে লাজুক ছেলেরা তাদের সম্পর্ক রক্ষায় অনেক বেশি সচেতন থাকে। ‘এই সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্ক গড়তে অনেক ঝামেলা পোহাতে হবে’- তারা এই বক্তব্যে বিশ্বাসী। আর নারীরা সম্পর্কের প্রতি আত্মনিয়োজিত ছেলেদের অনেক বেশি পছন্দ করে। |
Labels: জেনে নিন লাজুক পুরুষ মেয়েদের পছন্দ কেনো?
comment closed